
বুধবার, ১ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জাতীয় | শিরোনাম | সর্বশেষ » মতিঝিল শাপলা চত্তরসহ পাশ্ববর্তী এলাকা ঘিরে রেখেছে শিক্ষার্থীরা।। লালমোহন বিডিনিউজ
মতিঝিল শাপলা চত্তরসহ পাশ্ববর্তী এলাকা ঘিরে রেখেছে শিক্ষার্থীরা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বাসচাপায় দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় চতুর্থ দিনের মতো মতিঝিলে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বুধবার সকাল থেকে মতিঝিল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল সোয়া পাঁচটায়ও শিক্ষার্থীদের অবরোধ অব্যাহত রয়েছে।
যান চলাচল বন্ধ থাকার ফলে বিপাকে সাধারণ যাত্রীরা।
উল্লেখ, রোববার (২৯ জুলাই) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর বাসের চাপায় শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এরপর শিক্ষার্থীরা ঘটনার বিচারের দাবিসহ ৯ দফা দাবিতে আন্দোলন শুরু করে।