সোমবার, ৩০ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » সিলেটে বিএনপি প্রার্থীর ভোট বাতিল ও পুন: নির্বাচনের দাবি।। লালমোহন বিডিনিউজ
সিলেটে বিএনপি প্রার্থীর ভোট বাতিল ও পুন: নির্বাচনের দাবি।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সিলেট প্রতিনিধি : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ভোট বাতিল করে পুননির্বাচন চেয়েছেন সিলেটে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
সোমবার (৩০ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে এসে জাল ভোট, কেন্দ্র দখলসহ নানা অনিয়ম তুলে ধরেন তিনি।
পরে সাংবাদিকদের বলেন, পুলিশের সামনেই কেন্দ্র দখল, ককটেল বিস্ফোরণ, কারচুপির ঘটনা ঘটছে, যা পুণ্যভূমি সিলেটকে কলঙ্কিত করেছে।
তিনি বলেন, এ ধরনের নির্বাচনে আমি বিজয়ী হলেও সেটি সুষ্ঠু বলে গ্রহণযোগ্য হবে না।