শনিবার, ২৮ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহে সমাপনীতে পুরস্কার বিতরণ।।লালমোহন বিডিনিউজ
ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহে সমাপনীতে পুরস্কার বিতরণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,জুয়েল সাহা, ভোলা : ‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলারদেশ’ এ শ্লো গান নিয়ে সাত দিনব্যাপী ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ এর মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে শনিবার বিকেলে সদর উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠানের প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, ভোলা অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, কোস্টগার্ড দক্ষিন জোনের লেঃ কমান্ডার নুরুজ্জামান শেখ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আহসান হাসিব খান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালন করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
এসময় বক্তারা বলেন, এক সময় দেশের জেলেরা মৎস্য আইন সম্পর্কে জানতো না, বর্তমান সরকার বিভিন্ন প্রচার-প্রচারনার মাধ্যমে জেলেদের মৎস্য আইন সম্পর্কে অবহিত করছে। যার ফলে দেশে এখন মাছের উৎপাদন অনেক বেশি। এছাড়াও মৎস্য বিভাগের সঠিক পরামর্শর ফলে বিভিন্ন জলাশয়ে মাছ চাষ করে অনেক বেকার যুবক স্বাবলম্বী হয়েছেন।
সমাপনী অনুষ্ঠানের শেষে ভোলা জেলায় মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ৬ জনকে সংম্মাননা স্বারক প্রদান করা হয়। এরা হলেন, ভোলা পৌর মেয়র মোঃ মনিরুজ্জামান মনির, দক্ষিন দিঘলদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইজতারুল হাসান স্বপন, ভোলা খেয়াঘাট এলাকার মহিউদ্দিন মাতাব্বর, বাপ্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, চর কুকরী-মুকরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসেম মহাজন ও বোরহানউদ্দিন উপজেলার মুছলেউদ্দিন। এছাড়াও মৎস্য মেলায় অংশ গ্রহণ করার জন্য পুরস্কার পেয়েছেন ওয়াল্ডফিশ প্রকল্পের রির্সাস এ্যাসোসিয়েড অংকুর মোহাম্মদ ইমতিয়াজ জামান ।