শুক্রবার, ২৭ জুলাই ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » বাসস্ট্যান্ড উদ্বোধন করতে চরফ্যাশন আসছেন দুই মন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
বাসস্ট্যান্ড উদ্বোধন করতে চরফ্যাশন আসছেন দুই মন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাসষ্ট্যান্ডের উদ্বোধন করতে আগামী বৃহস্পতিবার (২ আগস্ট) চরফ্যাশন আসছেন বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ (এম,পি) এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী আলহাজ্জ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (এম,পি)।
জামাল উদ্দিন ঠিকাদারী প্রতিষ্ঠানের তত্বাবধানে সুন্দর ও মনোরম এই বাসস্ট্যান্ডটি তৈরি করা হয়েছে। নবনির্মিত এই বাসস্ট্যান্ডের মধ্যে যাত্রীদের সুবিধার্থে ক্যান্টিন, নামাজ পড়ার জন্য মসজিদ, কনফারেন্স রুমসহ অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে। বাসস্ট্যান্ডের চারিদিকে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ যা এই নবনির্মিত বাসস্ট্যান্ডের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
নবনির্মিত এই বাসস্ট্যান্ড চরফ্যাশনের পর্যটন খাতে যোগ করেছে নতুন মাত্রা। প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী মনোরম এ বাসস্ট্যান্ড দেখতে আসেন।