বুধবার, ২৫ জুলাই ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » তিন সিটি নিয়ে সিইসি’র সাথে বৈঠকে আওয়ামীলীগ।। লালমোহন বিডিনিউজ
তিন সিটি নিয়ে সিইসি’র সাথে বৈঠকে আওয়ামীলীগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বরিশাল রাজশাহী সিলেট, তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।
বুধবার (২৫ জুলাই) বিকেল সাড়ে তিনটায় সিইসির সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপদেষ্টা পরিষদের সদস্য ড. রাশেদুল আলম ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার।
ড. রাশেদুল আলম গণমাধ্যমকে বলেন, ‘মূলত তিন সিটি নিয়ে আলোচনা করতেই নির্বাচন কমিশনে আমরা এসেছি। আলোচনার পরে বিস্তারিত জানতে পারবেন।’
বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার, শাহাদাত হোসেন চৌধুরী ও রফিকুল ইসলাম এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত আছেন।