বুধবার, ২৫ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ।। লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সাদির হোসেন রাহিম : ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ উপ-নির্বাচনে ৫টি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।
বুধবার (২৫জুলাই) ৩৩টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এতে ৮৫ হাজার ৭’শ ২৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ছাতা নিয়ে ভোটারদের কে ভোট কেন্দ্রে আসতে দেখা গেছে। নির্বাচনকে সুষ্ঠ করতে মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব, কোস্টগার্ড ও আনসার বাহিনী। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম ও স্টাইকিং ফোর্স দায়িত্বে রয়েছে।
তবে, নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আ’লীগ দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব ফজলুল হক দেওয়ান নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে বলে সাংবাদিকদের জানান। তজুমদ্দিন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার শফিকুল ইসলাম জানান, বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি কম তবুও বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। এছাড়া কোথাও কোনো সমস্যা এখনো দেখা যায়নি। দুপুরের পর ভোটারদের উপস্থিতিও বাড়বে বলেও জানান তিনি।
উল্লেখ্য, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অহিদউল্লাহ জসিম মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গত (৩০ডিসেম্বর) ২০১৭ সালে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শুণ্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।