
রবিবার, ২২ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে ইকোফিশ সহ ব্যবস্থাপনা সমন্বয় সভা।।লালমোহন বিডিনিউজ
ভোলায় ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে ইকোফিশ সহ ব্যবস্থাপনা সমন্বয় সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলায় ইলিশের উৎপাদন বৃদ্ধি, ইলিশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষে সহ-ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কোস্ট ট্রাস্ট ইকোফিশের আয়োজনে ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে সভায় প্রধান অতিথির ছিলেন, ভবানীপুর ইউনিয়ন পরিষধ চেয়ারম্যান গোলাম নবী নবু। কোস্ট ট্রাস্ট ইকোফিশ প্রকল্পের সহ সমন্বয়কারী টিএস সোহেল মাহমুদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতখান উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন প্রমূখ।
সভা শেষে ইলিশের উৎপাদন বৃদ্ধি, ইলিশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষে ২১ সদস্য বিশিষ্ট কমিটি সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।
এসময় বক্তারা বলেন, এ কমিটির মাধ্যমে জেলেরা নদীতে মাছ ধরার বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে। এছাড়াও দেশের মৎস্য আইন সম্পর্কে সচেতন, অবৈধ কারেন্ট জালের অপ ব্যবহার সম্পর্কে ধারণা ও সরকারের নিষেধাজ্ঞার সময় বিকল্প কর্ম-সংস্থানের মাধ্যমে পরিবারের অভাব দূর করতে পারতে পারবে।