রবিবার, ২২ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » মাহমুদুর রহমানকে কুষ্টিয়া ঘেরাও করে রেখেছে ছাত্রলীগ।। লালমোহন বিডিনিউজ
মাহমুদুর রহমানকে কুষ্টিয়া ঘেরাও করে রেখেছে ছাত্রলীগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কুষ্টিয়া প্রতিনিধি : দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কুষ্টিয়া আদালত ভবনে ঘেরাও করে রেখেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
মাহমুদুর রহমানের সঙ্গে থাকা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৫০০ ধারার একটি মানহানি মামলায় জামিন নিতে মাহমুদুর রহমান কুষ্টিয়া আদালতে আসেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেছেন। এই মামলার বাদী হলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগ সভাপতি তোষার।
শুনানি শুরু হওয়ার আগ থেকেই ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে আদালত ভবন ঘেরাও করে আছে। আশঙ্কা করা হচ্ছে মাহমুদুর রহমান বের হলেও তারা বড় ধরনের আক্রমণ করতে পারে।
তিনি বলেন, আমরা এ পরিস্থিতি ম্যাজিস্ট্রেটকে জানালে, তিনি আমাদেরকে তার কক্ষে বসতে দিয়েছেন। আমরা এখন ম্যাজিস্ট্রেটের কক্ষে বসে আছি। এখানে এম আবদুল্লাহ ছাড়াও আইনজীবী এডভোকেট নিয়ন, শামীমুর রহমান শামীম ও রিয়াদুল ইসলাম রয়েছেন।