
শনিবার, ২১ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » ভাল ফলাফল উপহার দিলে তজুমদ্দিনেই ডিগ্রি অনার্স চালুু- শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
ভাল ফলাফল উপহার দিলে তজুমদ্দিনেই ডিগ্রি অনার্স চালুু- শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ষ্টাফ রিপোর্টার : “তোমরা আমাকে ভাল ফলাফল উপহার দাও, ভোলা বরিশাল নয় বরং তজুমদ্দিনের এই প্রত্যন্ত অঞ্চলেই তোমাদের জন্য ডিগ্রি ও অনার্সের ব্যবস্থা করে দেব” শনিবার (২১ জুলাই) তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ’র এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এবার এইচএসসি পরীক্ষায় ৯৮.৫১% পরীক্ষার্থী কৃতকার্য হওয়ায় (ভোলা জেলায় প্রথমস্থান) শিক্ষার্থী ও শিক্ষকগণ এক আনন্দ র্যালী বের করেন।
র্যালী শেষে সংবর্ধনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি শাওন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা বান্ধব। শিক্ষাক্ষেত্রে তিনি সর্বোচ্চ বরাদ্ধ রেখেছেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শাওন বলেন, আজ তোমাদের জন্যই আমি এখানে বক্তব্য প্রদান করতে পারছি। তোমরা ভাল ফলাফল উপহার দিয়েছ। আশা করি ভবিষ্যতেও এ ধারাবহিকতা বজায় রাখবে। আমরা চাই পাশের হারে বরিশাল বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করতে।
তিনি বলেন, শুধুমাত্র শিক্ষকদের একার প্রচেষ্টায় ভাল ফলাফল করা সম্ভব নয়, সেক্ষেত্রে তোমাদের (শিক্ষার্থীদের) কে আন্তরিক হতে হবে।
প্রতিবছর ভাল ফলাফল অর্জনকারীদের মধ্য থেকে পঁচিশ জন শিক্ষার্থীর মাঝে দু-লক্ষ টাকা বিতরণ করা হবে বলেও জানান তিনি।