শনিবার, ২১ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বিনোদন | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় জামকালো আয়োজনে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন।। লালমোহন বিডিনিউজ
ভোলায় জামকালো আয়োজনে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” এ-প্রতিপাদ্য বিষয় নিয়ে ভোলায় জামকালো আয়োজনে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এর উদ্বোধন হয়।
জেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।
এতে বিশেষ অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন।
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলমের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মমতাজ বেগম, পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাটক, কবিতা ও নিত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।