শুক্রবার, ২০ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » দশ সহস্রাধিক মানুষের ভোগান্তি লাঘবে সংযোগ ব্রিজের কাজ উদ্বোধন করলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
দশ সহস্রাধিক মানুষের ভোগান্তি লাঘবে সংযোগ ব্রিজের কাজ উদ্বোধন করলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : লালমোহন পৌরসভা ৫নং ওয়ার্ড ও ৯নং ওয়ার্ডের সাথে প্রায় ৬১মিটার দৈর্ঘ্যের সংযোগ ব্রিজের উদ্বোধন করেন ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন আসনে সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
শুক্রবার সকালে পৌরসভার ভৌত অবকাঠামোগত উন্নয়নমূলক কাজের আওতাধীন এ ব্রিজের উদ্বোধন করেন তিনি।
এতে করে পৌর শহরের সাথে স্বাস্থ্য, শিক্ষা ও ব্যবসায়িক উন্নয়নমূলক যোগাযোগে ৯নং ওয়ার্ডসহ পার্শ্ববর্তী ফরাজগঞ্জ ইউনিয়নের প্রায় দশ সহস্রাধিক মানুষের ভোগান্তি লাগব হবে বলে মনে করছেন স্থানীয়রা।
এরপর শুক্রবার দুপুরে লালমোহন ওয়েষ্টার্ন পাড়া ডাক বাংলোর সামনে থেকে মোবারক হাওলাদার বাড়ীর দরজা প্রায় ৬১ লক্ষ টাকা ব্যয়ে ৩৫০ মিটার দৈর্ঘ্যের ড্রেনেজ কাজের উদ্বোধন করেন এমপি শাওন।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভারপাপ্ত সম্পাদক দিদারুল ইসলাম অরুন, সাংগঠনিক সম্পাদক মোসারফ হেসেন সোহেল, পৌর আওয়ামীলীগের সম্পাদক বাদল পঞ্চায়েত, উপজেলা যুবলীগ সভপতি ইমাম হোসেন হাওলাদার, সম্পাদক আবুল হাসান রিমন ,পৌরসভার কাউন্সিলর বৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ।