শুক্রবার, ২০ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » শেখ হাসিনার কারনে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নে রেকর্ড সৃষ্টি করেছে - এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
শেখ হাসিনার কারনে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নে রেকর্ড সৃষ্টি করেছে - এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন: ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশ আজ উন্নতির পথে। শেখ হাসিনার কারনে বাংলাদেশ বিশ্বের বুকে রেকর্ড সৃষ্টি করেছে। তিনি সফল প্রধানমন্ত্রী। ২০ জুলাই শুক্রবার সকাল ১০টায় পৌর ৪ ও ৫নং ওয়ার্ডে আওয়ামী লীগের নিজস্ব অফিস উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি শাওন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। লালমোহন একসময় সন্ত্রাসের রাম রাজত্ব ছিল। শেখ হাসিনার আশীর্বাদে আমি এখানে এসে আপনাদের সেবা করে যাচ্ছি। অশান্তির জনপদকে শান্ত করেছি। এখানে এখন উন্নয়নের জোয়ার বইছে। নয়ানী গ্রামে আওয়ামী লীগের কোন অফিস ছিল না। আওয়ামী লীগের নিজস্ব অফিস উদ্বোধন করলাম। এছাড়া তিনি লালমোহন লঞ্চ ঘাট সংলগ্ন পৌর ৬ ও ৯ নং ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে খালের উপর গার্ডার ব্রিজের নির্মানকাজ উদ্বোধন করেন। পৌর ১নং ওয়ার্ডে নোয়াব আলী মুন্সি বাড়ির দরজা থেকে হাজি জুলফিকার মিয়া মার্কেট পর্যন্ত, ৮নং ওয়ার্ডে ডাকবাংলো থেকে হাওলাদার চৌমুহনী পর্যন্ত ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুণ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল, যুগ্ম সম্পাদক কাউন্সিলর মনিরুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজি জুলফিকার মিয়া, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সাইফুল কবির, উপজেলা যুবলীগের সভাপতি কাউন্সিলর ইমাম হাওলাদার, সাধারণ সম্পাদক আবুল হাসান রিমন, সাংগঠনিক সম্পাদক রায়হান মাসুম প্রমুখ