বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে-জাতীয় মৎস্য সপ্তাহে এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে-জাতীয় মৎস্য সপ্তাহে এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন : ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। একের পর এক রেকর্ড সৃষ্টি করছে। আওয়ামীলীগ সরকার আমলে জেলেদের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। দেশ আজ মাছে স্বয়ংসম্পূর্ণ। ১৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি শাওন আরো বলেন, মেঘনা নদী এখন জলদস্যু মুক্ত। জেলেরা নিরাপদে মাছ ধরতে পারে। উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, মৎস্য অফিসার মোঃ রুহুল কুদ্দুস, মৎস্য জীবি শ্রমিক লীগের সভাপতি মোঃ ইউনুস। এর আগে বর্ণাঢ্য র্যালী ও উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মাছের পোনা অবমুক্ত করেন এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি সবাইকে বাড়িতে মাছ চাষ করতে উৎসাহিত করেন।