বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » এইচএসসি ফলাফল না দেখেই পরপারে পাড়ি জমালেন অভিমানী নোমান।। লালমোহন বিডিনিউজ
এইচএসসি ফলাফল না দেখেই পরপারে পাড়ি জমালেন অভিমানী নোমান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সাদির হোসেন রাহিম, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিন উপজেলার তজুমদ্দিন ডিগ্রি কলেজের বিজ্ঞান শাখা থেকে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এ বছর উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোঃ নোমান। বৃহস্পতিবার (১৯জুলাই) এইচএসসি’র ফলাফল প্রকাশিত হলেও তা দেখার আগেই গত ২৪ মে বৃহঃবার না ফেরার দেশে চলে গেছেন মোঃ নোমান।
নোমান তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মাহারকান্দি গ্রামের অজিউল্ল্যাহ মিয়ার ছেলে। চার ভাইবোনের মধ্যে নোমান ছিলেন পরিবারের বড় ছেলে।
প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যায়, নোমান জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। কিন্তু তার এ সফলতার কথা জানার আগেই ২৩ই মে বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় পারিবারিক কলহের কারণে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন নোমান। পরবর্তীতে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় নোমানকে। পরে সেখান থেকে তাকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ভোলা সদর হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার রোল: ৮২৬৯০৫। সে ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন।
তার এইচএসসি পরীক্ষার রেজাল্ট হাতে পেয়ে শোকের মাতম বয়ে উঠে পরিবার পরিজন, আত্মীয়-স্বজন ও সহপাঠীদের মাঝে।