বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত, র্যালী ও পোনা অবমুক্তকরণ।। লালমোহন বিডিনিউজ
ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত, র্যালী ও পোনা অবমুক্তকরণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ নিউজ, জুয়েল সাহা : ‘‘ স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এ শ্লোগান নিয়ে ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ পালন করা হয়েছে।
মৎস সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, মাছের পোনা অবমুক্তকরণ ও উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯জুলাই) সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ভোলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে শহরের কোর্ট মসজিদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পরে জেলা কর্মকর্তা মোঃ আহসান হাসিব খানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শাফীন মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমানে আমরা মাছে স্বয়ংসম্পূর্ণ । আমরা পূর্ববর্তী লক্ষমাত্রা অতিক্রম করে বর্তমানের নতুন লক্ষমাত্রা বাস্তবায়নে কাজ করছি। দেশে বর্তমানে মাছ চাষ করে অনেক যুবক স্বাভলম্বী হয়েছে। তারা নিজেরা নিজের কর্মসংস্থান তৈরি করছে এবং অন্যের কর্মসংস্থান সৃষ্টি করছে।
অনুষ্ঠানে ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবীগণ উপস্থিত ছিলেন।