মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ঢাকার রূপনগরে বাস লেগুনা সংঘর্ষ, শিশুসহ নিহত ৩।। লালমোহন বিডিনিউজ
ঢাকার রূপনগরে বাস লেগুনা সংঘর্ষ, শিশুসহ নিহত ৩।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : রাজধানী ঢাকার রূপনগরে বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন।
মঙ্গলবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রূপনগরের বিরুলিয়া বেড়িবাঁধে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- বারিক, রেজাউল করিম ও তাওহিদ (শিশু)।
নিহতদের লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
নিহত শিশু তাওহীদের বাবা মুক্তার হোসেন মিরপুর সেলিনা হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান জানান, সকালে একটি গার্মেন্টের স্টাফ বাস ও একটি লেগুনা রুপনগর বেড়িবাঁধ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার ৩ যাত্রী নিহতহন। এ সময় আহত হয় আরো ১৫ জন। আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।