সোমবার, ১৬ জুলাই ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ‘মানসিক স্বাস্থ্য আইন, ২০১৮’ কোন চিকিৎসক মিথ্যা সনদ দিলে জেল-জরিমানা।। লালমোহন বিডিনিউজ
‘মানসিক স্বাস্থ্য আইন, ২০১৮’ কোন চিকিৎসক মিথ্যা সনদ দিলে জেল-জরিমানা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : ‘মানসিক স্বাস্থ্য আইন, ২০১৮’ জরিমানা ও কারাদণ্ডের বিধান রেখে ৩১টি ধারাসহ - ‘মানসিক স্বাস্থ্য আইন, ২০১৮’এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ১৯১২ সালের একটি আইনকে হালনাগাদ করে নতুনভাবে বাংলায় রূপান্তর করে এই আইন করা হচ্ছে।
প্রস্তাবিত আইনে ৩১টি ধারা রয়েছে উল্লেখ করে জিয়াউল বলেন, নতুন আইনে মানসিক স্বাস্থ্যবিষয়ক সব কার্যক্রম পরিচালনা, উন্নয়ন, সম্প্রসারণ, নিয়ন্ত্রণ ও সমন্বয়ের দায়িত্ব সরকারের ওপর ন্যস্ত করা হয়েছে।
জিয়াউল আলম জানান, মানসিক স্বাস্থ্যসেবায় পেশাজীবী হিসেবে নিয়োজিত কোনো ব্যক্তি মানসিক অসুসস্থতা নিয়ে উদ্দেশ্যমূলক মিথ্যা সনদ দিলে তিন লাখ টাকা জরিমানা, এক বছর কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। অভিভাবক বা ব্যবস্থাপক মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা বা সম্পত্তির তালিকা প্রণয়ন বা ব্যবস্থাপনার দায়িত্বে অবহেলা বা আদালতের কোনো নির্দেশ বাস্তবায়ন না করলে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড বা তিন বছর সশ্রম কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
সচিব জানান, কোনো ব্যক্তি এই আইনের অধীনে কোনো বিধান না মানলে এক লাখ টাকা অর্থদণ্ড, ছয় মাস কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।