রবিবার, ১৫ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ভিটামিন ‘এ’ ক্যাপসুল বঞ্চিত চরাঞ্চলের শিশুরা।। লালমোহন বিডিনিউজ
ভিটামিন ‘এ’ ক্যাপসুল বঞ্চিত চরাঞ্চলের শিশুরা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : শনিবার (১৪ জুলাই) সারাদেশে ৬ মাস থেকে ৫ বছরের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হলেও লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চর-কচুয়াখালীর ২১০ জন শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল পায়নি।
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ইউনিসেফ কর্তৃক অর্থ সহায়তা বন্ধ করে দেওয়ায় স্বাস্থ্য বিভাগের কর্মীরা চর-কচুয়াখালী যেতে পারেনি।
চর কচুয়াখালীর একাধিক বাসিন্দা জানান, এখানে প্রায় ৫ শতাধিক শিশু রয়েছে। যারা কখনই স্বাস্থ্য সেবা পায় না। সামান্য ডায়েরিয়া হলেও শিশুদের নিয়ে ট্রলার ভাড়া করে যেতে হয় উপজেলা সদর হাসপাতালে।
স্থানীয় ইউপি সদস্য মো. নিরব জানান, ওই চরে ৫ শতাধিক শিশু রয়েছে। শনিবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিয়ে স্বাস্থ্য কর্মীরা না আসায় চরের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ বলেন, চর-কচুয়াখালীতে ০ থেকে ৫ বছরের ২১০ জন শিশু রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চরে পৌছানো সম্ভব হয়নি। তাছাড়া ইউনিসেফ কর্তৃক অর্থ সহায়তা দিয়ে ভোলার চরাঞ্চলের শিশুদের স্বাস্থ্য সেবা পৌছে দিতো। কিন্তু ৩ মাস আগে দাতা সংস্থাটি অর্থ সহায়তা বন্ধ করে দেয়। যার জন্য চরে পৌছানোর জন্য ট্রলার ভাড়া থেকে শুরু করে যাতায়াত খরচ ও অন্যান্য ব্যয় বহণ করা সম্ভব হচ্ছে না।
তবুও আবহাওয়া ঠিক হলে উপজেলা পরিষদের মাধ্যমে কয়েকদিন পর চর কচুয়াখালীর শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান ডা: আব্দুর রশিদ।