শনিবার, ১৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে রথযাত্রা উৎসব পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে রথযাত্রা উৎসব পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে।
এ উপজেলায় এবারই প্রথমবারের মত রথযাত্রা উৎসব পালন করা হয়।
লালমোহন হরেকৃষ্ণ নামহট্ট সংঘ (ইসকন) এর আয়োজনে ও লালমোহন হিন্দু সমাজ সম্মেলনীর সার্বিক সহযোগিতায় শনিবার বিকাল ৫ টায় লালমোহন কেন্দ্রীয় মদন মোহন মন্দির প্রাঙ্গন থেকে রথ যাত্রা শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওয়াপদা রোড গণেশ বাবুর বাসায় গিয়ে শেষ হয়।
টেলিকনফারেন্সের মাধ্যমে রথ যাত্রার উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, সবাইকে অসম্প্রদায়িক সমাজ গঠনের জন্য নৌকার পক্ষে কাজ করতে হবে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হিন্দুদের নির্যাতন করেছে। বর্তমান মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার আওয়ামীলীগ সরকারের আমলে তারা শান্তিতে বসবাস করছে।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল, মন্দির কমিটির সাবেক সভাপতি বাবু মনোরঞ্জন চন্দ জয়হিন্দ, সাধারণ সম্পাদক যুগল কৃষ্ণ কুন্ডু, বাবু কালিপদ দাস, শম্ভু কর্মকার প্রমুখ।