শুক্রবার, ১৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » শশীভূষণ অগ্রণী ব্যাংক রেমিট্যান্স গ্রহীতাকে পুরষ্কার প্রদান।।লালমোহন বিডিনিউজ
শশীভূষণ অগ্রণী ব্যাংক রেমিট্যান্স গ্রহীতাকে পুরষ্কার প্রদান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি :ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার অগ্রণী ব্যাংক লিমিটেড শশীভূষণ শাখার আয়োজনে ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক রেমিট্যান্স গ্রহীতাদের সাথে মতবিনিময় ও পুরষ্কারপ্রাপ্ত রেমিট্যান্স গ্রহীতাকে পুরষ্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(১২জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে শশীভূষণ অগ্রণী ব্যাংক কার্যালয়ে এ পুরষ্কার প্রদান করা হয়।
অগ্রণী ব্যাংক বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক আবুল বাসার সেরনিয়াবাদ পুরষ্কারপ্রাপ্ত মমিনের হাতে এলইডি ২২ইঞ্চি টেলিভিষন তুলে দেন।
শশীভূষণ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাব্যবস্থাপক বরিশাল সার্কেল জনার আবুল বাসার সেরনিয়াবাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-মহাব্যবস্থাপক বরিশাল সার্কেল জনাব কামাল উদ্দিন এবং সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান,ভোলা অঞ্চল জনাব হুমায়ুন কবির।
এসময় আরো উপস্থিত ছিলেন, শশীভূষণ অগ্রণী ব্যাংক শাখার গ্রাহকবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
ছবি-ক্যাপসনঃ-অগ্রণী ব্যাংক লিমিটেড বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক জনাব আবুল বাসার সেরনিয়াবাদ পুরষ্কারপ্রাপ্ত মমিনের হাতে এলইডি ২২ইঞ্চি টেলিভিষন তুলে দেন।