বুধবার, ১১ জুলাই ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ফুটবল খেলায় মুগ্ধ হয়ে এরশাদের প্রেমে তরুণী! লালমোহন বিডিনিউজ
ফুটবল খেলায় মুগ্ধ হয়ে এরশাদের প্রেমে তরুণী! লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যন হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, ফুটবল ঘিরেই প্রথমবার কোনো তরুণী তার প্রেমে পড়েন বলে জানান এরশাদ। পরে তিনি নিজেও সেই প্রেমে জড়িয়ে যান। অবশ্য কলেজ জীবনের সেই প্রেম কাঙ্ক্ষিত পরিণতি পায়নি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, সময়টা ছিল রংপুরে কারমাইকেল কলেজে পড়ার সময়ে। তিনি তখন রংপুরের তুখোড় ফুটবল খেলোয়াড়। ফুটবল দলের অধিনায়কও ছিলেন তিনি।
এরশাদ বলেন, তার ফুটবল খেলায় মুগ্ধ হয়ে এক তরুণী তার প্রেমে পড়েন। তিনি নিজেও জড়িয়ে যান সেই প্রেমের বাঁধনে। সেই ভালোবাসার নারীকে বিয়ের প্রস্তাবও দেন। কিন্তু ওই তরুণী এরশাদকে বলেন, ‘তোমার (এরশাদের) উজ্জ্বল ভবিষ্যৎ আছে। বিয়ে করলে সেটা নষ্ট হবে।’ তিনি বলেন, ‘আসলে তখন বিয়ে করে ফেললে আমি আজকের এরশাদ হতে পারতাম না।’
তবে প্রথম প্রেমের কথা কখনো তিনি ভুলতে পারেননি। সাবেক এই রাষ্ট্রপতি বলেন, তিনি সে নারীর খোঁজ রাখতেন। বছর পাঁচেক আগে তিনি মারা গেছেন। ৮৮ বছর বয়সেও রাত জেগে প্রতিটি খেলা দেখেন।