মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম কোতোয়ালি থানার বকসিরহাট এলাকায় ভবন থেকে পরে মো. গাফফার (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর পরিচালকের কার্যালয়ের সাত তলা ভবনে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত গাফফারের বাড়ি চাপাইনবাবগঞ্জ সদর থানার মহারাজপুর জোড়াপুকুর এলাকায়। তার বাবার নাম খোকারাজ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর পরিচালকের কার্যালয়ের সাত তলা ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় দুর্ঘটনাবসত নিচে পরে যান নির্মাণ শ্রমিক গাফফার। এসময় তাকে উদ্ধার করে চমেক হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।