সোমবার, ৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » নিকাহ রেজিস্ট্রার এমপিওভুক্ত শিক্ষক হলে লাইসেন্স বাতিল।। লালমোহন বিডিনিউজ
নিকাহ রেজিস্ট্রার এমপিওভুক্ত শিক্ষক হলে লাইসেন্স বাতিল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : সরকারি লাইসেন্সপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রাররা একইসঙ্গে সরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে দুই প্রতিষ্ঠান থেকে সুবিধা ভোগ করতে পারেন না। কোনো নিকাহ রেজিস্ট্রার তার নিজ অধিক্ষেত্রের বাইরে কোনো সরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে বা অন্য কোনো পদে চাকরি করলে তার লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক একথা বলেন।
এছাড়া, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মাহবুব আলীর সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক নিয়োগ দেওয়ার এখতিয়ার একমাত্র রাষ্ট্রপতির। আমি যতদূর জানি এ বিষয়ে রাষ্ট্রপতি চিন্তাভাবনা করছেন। আশা করি শিগগিরই তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কিছু সংখ্যক নতুন বিচারক নিয়োগ করবেন।