বুধবার, ৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ভাড়াটিয়া হোন্ডাসহ শ্বশুর বাড়ি থেকে জামাই উধাও! লালমোহন বিডিনিউজ
লালমোহনে ভাড়াটিয়া হোন্ডাসহ শ্বশুর বাড়ি থেকে জামাই উধাও! লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে শ্বশুর বাড়ি থেকে ভাড়ায় চালিত হোন্ডাসহ জামাই উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ২৫ জুন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের গাইমারা গ্রামের ৭নং ওয়ার্ডে ছাদেক পাটোয়ারি বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পটুয়াখালি জেলার বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর মিয়াজান গ্রামের ৫নং ওয়ার্ডের আলি হোসেন সিকদারের ছেলে ইলিয়াছ সিকদারের সাথে ভোলা জেলার লালমোহন উপজেলার গাইমারা গ্রামের আলমগীরের মেয়ে সাজু বিবির বিবাহ হয়। প্রায় এক বছর আগে বিয়ে হলেও আজকাল করে কনেকে তার শ্বশুরালয়ে নেওয়া হয়নি। কিন্তু জামাই নিয়মিত শ্বশুর বাড়িতে আসা যাওয়া করে। বরপক্ষের দাবি অনুযায়ী বিয়ের সময় নগদ টাকা দেয় কনে পক্ষ। এরপর বিভিন্ন সময় বিভিন্নভাবে নানান অজুহাত দেখিয়ে শ্বশুর আলমগীরের কাছ থেকে টাকা নেয়। একপর্যায়ে সে আর বেকার না থাকার ইচ্ছা প্রকাশ করে শ্বশুর আলমগীরকে একটি ভাড়ায় চালিত হোন্ডার ব্যবস্থা করে দিতে বলে। শ্বশুর বাড়িতে থেকেই ইলিয়াছ ভাড়ায় চালিত হোন্ডা চালিয়ে জীবিকা নির্বাহ করবে বলে জানায়।
কন্যার সুখের কথা চিন্তা করে আলমগীর নিজে জামিন হয়ে তার জামাতা ইলিয়াছকে একই এলাকার আবুল কালামের নিকট থেকে একটি প্লাটিনা হোন্ডা ভাড়া এনে দেয়। ইলিয়াছ ভাড়ায় চালিত হোন্ডা চালাতে থাকে। ২৫/০৬/১৮ইং তারিখে প্রতিদিনের ন্যায় ভাড়ায় চালিত হোন্ডা নিয়ে বাহির হয় ইলিয়াছ। কিন্তু আর ফিরে আসেনি। তার ব্যবহৃত মুঠোফোন ০১৭৪৬৭১৬৯৫২ নম্বরে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। মাঝে খোলা পাওয়া গেলেও কল রিসিভ হয়না। এদিকে হোন্ডা মালিক আবুল কালাম বারবার আলমগীরকে চাপ দিতে থাকে। আলমগীর নিরুপায় হয়ে লালমোহন থানায় একটি সাধারণ ডায়রী করেন। যার নং ১১৩৬, তারিখ ৩০/০৬/১৮ইং।
সাধারণ ডায়রী সূত্রে জানা যায়, প্লাটিনা ১০০ সিসি, ইঞ্জিন নং DZZWEA 69864, চেসিস নং MD2A18AZ3EWA72843 এবং রেজি নং ভোলা হ-১১-২৭১৮।