বুধবার, ৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ইকোফিশ’র সহ-ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ।।লালমোহন বিডিনিউজ
ভোলায় ইকোফিশ’র সহ-ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,জুয়েল সাহা ভোলা : ভোলায় কোস্ট ট্রাস্ট ইকোফিশ প্রকল্পের সহ-ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ অুনষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভোলার শহরের খেয়াঘাট সড়ক এলাকার হীড বাংলাদেশ ট্রেনিং সেন্টারে ইউএসআইডির অর্থায়নে ও কোস্ট ট্রাস্টের আয়োজনে এ দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়।
ইকোফিশ প্রকল্পের সমন্বয়কারী জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ওয়াল্ড ফিশ বাংলাদেশের মনিটরিং এবিএম মাহফুজুর হক।
এসময় প্রশিক্ষণে ইলিশ সম্পর্কে সতেচন, অবৈধ কারেন্ট জালের অপব্যবহার, জাটকা ধরা বন্ধ করা, বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে স্বাভলম্বীসহ বিভিন্ন প্রকার বিষয়ে জেলেদের সচেতন করার লক্ষে তাদের উন্নতমানের প্রশিক্ষণ প্রদান করা হয়।
ভোলা জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে কর্মরত ইকোফিশ প্রকল্পের ২৫ জন কর্মকর্তাদের এ প্রশিক্ষণ প্রদান করেন ট্রেনিং এ্যাসোসিয়াড মোঃ শহিদুল ইসলাম, ডাটা এনালিস্ট আশিক রেজা, ফাইনান্স অফিসার হাফিজুর রহমান, ওয়াল্ড ফিশ’র রির্সাস এ্যাসিট্যান্ট অংকুর মোহাম্মদ ইমতিয়াজ, কোস্ট ট্রাস্ট ইকোফিশের সহ-সমন্বয়কারী সোহেল মাহমুদ, খোকন চন্দ্র শীল প্রমূখ।