সোমবার, ২ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পাষন্ড ভাসুরের মারপিটে আহত গৃহবধূ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে পাষন্ড ভাসুরের মারপিটে আহত গৃহবধূ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন, লালমোহন : লালমোহনে এক পাষন্ড ভাসুর তার ছোট ভাইর স্ত্রীকে বেদম পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ওয়ার্ডে চতলা বাজার সংলগ্ন মাঝি বাড়িতে ১ জুলাই রবিবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, মাঝি বাড়ির আশরাফের স্ত্রী রিনা বেগম পাশের বাড়ি থেকে কিছু খোয়া আনে। উক্ত খোয়াগুলো আশরাফের বড় ভাবি জোরপূর্বক নিয়ে যেতে চাইলে রিনা বেগম বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আশরাফের বড় ভাই শাহাবুদ্দিন ও তার ফাতেমা মিলে ঘর থেকে টেনে এনে রিনা বেগমকে বেদম পিটিয়ে আহত করে। রিনা বেগমের কোল থেকে তার তিন বছরের শিশু সন্তানটিকে ছিটকে ফেলে দেয় পাষন্ড ভাসুর শাহাবুদ্দিন। রিনা বেগমের স্বামী আশরাফ খবর পেয়ে বাড়িতে এলে তাকেও মারপিট করার জন্য হুমকি ধামকি দিতে থাকে। এ ঘটনা কাউকে জানালে বা বিচার চাইলে রিনা বেগমকে আবারো মারপিটের হুমকি দেয়। মারপিটের সময় রিনা বেগমের কানের একজোড়া স্বর্নের ঝুমকা খুলে নেওয়ার অভিযোগ রয়েছে। আহত রিনা বেগমকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে লালমোহন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান আহত রিনার পিতৃপরিবার। এলাকাবাসি জানান, শাহাবুদ্দিন প্রায় সময়ই ছোট ভাইর স্ত্রীর সাথে এমন অশোভন আচরন করে।