শুক্রবার, ২৯ জুন ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | শিরোনাম | সর্বশেষ » বরিশালে বিএনপি’র মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ারের মনোনয়ন পত্র জমা।।লালমোহন বিডিনিউজ
বরিশালে বিএনপি’র মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ারের মনোনয়ন পত্র জমা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,কামরুজ্জামান শাহীন: বরিশালে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি’র মনোনিত প্রার্থী এডভোকেট মজিবর রহমান সরোয়ার।
বৃহস্পতিবার(২৮জুন) মনোনয়নপত্র জমার শেষ দিন বেলা দুপুর আড়াইটায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন বিএনপি’র মনোনিত মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার।
মনোনয়নপত্র জমাদান শেষে এডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, বরিশালের মানুষের সাথে সম্পর্ক রেখে স্বাধীনতা যুদ্ধ আন্দোলন সংগ্রাম রাজনীতিতে জড়িয়ে আছি আমি। এখানকার মানুষ আমাকে ৫ বার ভোট দিয়ে নির্বাচিত করেছে। বরিশালের উন্নয়নের কথা বলতে গেলে বরিশাল বিভাগ, বিশ্ববিদ্যালয়, বিমানবন্দরসহ আমরা বিএনপি যে উন্নয়ন করেছি তা কেউ করেনি। আওয়ামী লীগ যত উন্নয়নের কথাই বলুক না কেন বরিশালের উন্নয়নে আঙুল দেখিয়ে তা বলতে পারবে না যে এই উন্নয়ন তাদের। বরিশাল সিটি কর্পোরেশন আমরা করেছি। আর সিটি কর্পোরেশনের মেয়র হয়ে বরিশাল নগরীর প্রথম উন্নয়ন আমি করেছি। কাজেই আগামীতে যাতে বরিশালের মানুষের উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর নগরী গড়া যায় সেজন্য আমি যথাযথভাবে চেষ্টা করবো।
তিনি বলেন, ২০১৮ সাল ভোটের বছর। নির্বাচন নিয়ে মানুষের শঙ্কা কাটানো আর সুনাম রক্ষা করা বর্তমান সরকারের দায়িত্ব। বরিশালের মাটিতে যদি উল্টা পাল্টা কিছু হয়, নির্বাচনে কারচুপি হয় তবে সেটা বর্তমান সরকারের গাঁয়ে পড়বে।
তিনি বলেন, বর্তমান সরকারের সময় নির্বাচন মানে হাত-পা বেঁধে সাঁতার কাটার মতো অবস্থা। সরোয়ার বলেন, বরিশালে আওয়ামী লীগের প্রার্থী প্রধানমন্ত্রীর আত্মীয়। আবার এখানে মন্ত্রী পদমর্যাদায় আবুল হাসানাত আব্দুল্লাহ রয়েছেন, যার ছেলেই প্রার্থী। প্রশাসন তাদের সহায়তা করতেই পারে। কাজেই বিষয়টি তাদের চিন্তাভাবনা করে নিতে হবে।
মনোনয়ন পত্র জমাদানের সময় মজিবর রহমান সরোয়ারের সাথে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আবুল হোসেন, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সহ সভাপতি মনিরুজ্জামান ফারুক প্রমুখ।
বরিশাল বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন খান জানান, ৩০ জুলাই সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিএনপি’র প্রার্থী এড.মজিবর রহমান সরোয়ার, জাতীয় পার্টির প্রার্থীর ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান মাহাবুব, বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী, সিপিবি প্রার্থী এ কে আজাদ ও খেলাফত মজলিসের প্রার্থী এ কে এম মাহাবুব আলম মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১১৪ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।