বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে অষ্টম শ্রেনিতে পড়ুয়া স্কুল ছাত্র জামাল নিখোঁজ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে অষ্টম শ্রেনিতে পড়ুয়া স্কুল ছাত্র জামাল নিখোঁজ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন, লালমোহনঃ লালমোহনে একটি গরিব পরিবারের জামাল নামের একটি ছেলেকে কয়েকদিন ধরে পাওয়া যাচ্চেনা বলে জানা গেছে। হারানো ছেলেটির পরিবার সুত্র জানায়, জামাল লালমোহন কলেজিয়েট হাই স্কুলের অষ্টম শ্রেনির ছাত্র। তার বাড়ি উপজেলার চরছকিনা ৪নং ওয়ার্ডে মতিউর রহমান মিয়ার বাড়ি। তার বাবা মুজাহার একজন দিন মজুর। মাতা মানছুরা একজন গৃহিণী। তাকে হারিযে ব্যকুল হয়ে পড়েছে অসহায় পিতামাতা। টাকার অভাবে ব্যাপক খোঁজাখুঁজিও করতে পারছেনা। গত ২৬ জুন মঙ্গলবার সে লালমোহন লঞ্চঘাট থেকে নিখোঁজ হয়। ছেলে হারানোর বেদনায় শোকাহত পিতা দিন মজুর মুজাহার জানান, আমার ছেলেটিকে কোন হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকলে লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোস্তফা মিয়ার ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য অথবা 01766823798, 01793677324 নম্বরে জানাবার অনুরোধ করেন।