বুধবার, ২৭ জুন ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » সততা, দক্ষতা ও আদর্শের সাথে দায়িত্ব পালন করতে চাই-জাহাঙ্গীর।। লালমোহন বিডিনিউজ
সততা, দক্ষতা ও আদর্শের সাথে দায়িত্ব পালন করতে চাই-জাহাঙ্গীর।। লালমোহন বিডিনিউজ
লা্লমোহন বিডিনিউজ, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বিজয়ী হওয়ার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এতদিন আমি মানুষের কাছে গিয়েছি ভোট চাওয়ার জন্য। এখন আমাকে গাজীপুরের প্রতিটা মানুষের কাছে যেতে হবে কাজের জন্য। কাজটা যেন করতে পারি এর জন্য আমি সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই। গাজীপুরকে বাসযোগ্য শহর করতে চাই।’
ভোটারদের ধন্যবাদ জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি গাজীপুরবাসীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। সর্বোপরি আমি এলাকাবাসীকেও ধন্যবাদ দিতে চাই। তারা আমাকে তাদের সন্তান মনে করে, কাজ করার মানুষ মনে করে, বিশ্বাস করে আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন। সেটা যেন ঈমানের সঙ্গে, সততা, দক্ষতা এবং আদর্শের মধ্যে থেকে পালন করতে পারি।’
বুধবার মহানগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত নির্বাচিত কাউন্সিলর ও তাদের সঙ্গে আসা কর্মী-সমর্থকরা করতালি দিয়ে জাহাঙ্গীরকে অভিনন্দন জানান।
এর আগে বুধবার বেলা সোয়া ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেন, ‘আজ কাউকে আমরা নির্বাচিত ঘোষণা করবো না। শুধু ফলাফল ঘোষণা করবো।’ তিনি বলেন, ‘৩৭-এর ২ বিধি মোতাবেক তাকে (জাহাঙ্গীর) বিজয়ী ঘোষণা করা যাবে না। যেহেতু ৯টি কেন্দ্র স্থগিত ঘোষণা করা হয়েছে, তাই আইনগত জটিলতা থাকার কারণে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে।’
এ সময় উপস্থিত লোকজন হইচই শুরু করলে রিটার্নিং কর্মকর্তা আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন। পরে গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মাইক্রোফোন নিয়ে ‘নির্বাচিত’ ঘোষণার বিষয়টি উপস্থিত সবাইকে পরিষ্কার করে বুঝিয়ে দেন। তিনি বলেন, ‘যেহেতু স্থগিত ৯টি কেন্দ্রে ২৩ হাজার ৯৫৯ ভোট রয়েছে, সেক্ষেত্রে জাহাঙ্গীরকে বিজয়ী ঘোষণা করলে কোনও সমস্যা নাই। কারণ, ওই ৯ কেন্দ্রের ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দিলেও জাহাঙ্গীরকে বিজয়ী মেয়র প্রার্থী ঘোষণা দিতে হবে। তার ভোটের পার্থক্য অনেক বেশি। সেই হিসাবে নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর বেসরকারিভাবে গাজীপুর সিটি নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন।’
পরে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে রেজাল্টশিট গ্রহণ করেন। এ সময় বঙ্গতাজ অডিটোরিয়ামে উপস্থিত দর্শক ও কর্মী-সমর্থকরা করতালি দিয়ে নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান। এ সময় জাহাঙ্গীর বলেন, ‘আমাকে ও নৌকাকে ভোট দেওয়ার জন্য আমি সবাইকে আবারও শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘গাজীপুরের মানুষ যানজট, জলাবদ্ধতা, ময়লা-আবর্জনার মধ্যে আছে। সেই হিসেবে বলেছি আমাকে এবং নৌকাকে ভোট দিন। আমি আপনাদের পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী উপহার দিতে চাই। সিটি করপোরেশন নিয়ে আমার একটি মাস্টারপ্ল্যান তৈরি করা আছে। এটা নিয়ে সবার সঙ্গে পরামর্শ করে কাজটা করতে চাই। সিনিয়র সবার কাছে সহযোগিতা চাই।’
যারা প্রতিপক্ষ ছিলেন তাদের সঙ্গে নিয়ে কীভাবে কাজ করতে চান, এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর বলেন, ‘অবশ্যই আমি তাদের পাশে পেতে চাই। আমি যা চিন্তা করেছি, তা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবো। আমি চাই কাজের স্বার্থে, ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে, পরিচ্ছন্ন নগরীর স্বার্থে তারা যেন আমাকে সহযোগিতা করেন।’