রবিবার, ২৪ জুন ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পাওনা টাকা চাওয়ায় বসত ঘরে হামলা ভাংচুর লুটপাট।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে পাওনা টাকা চাওয়ায় বসত ঘরে হামলা ভাংচুর লুটপাট।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন, লালমোহনঃ লালমোহনে পাওনা টাকা চাওয়ায় বসত ঘরে হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ পাাওয়া গেছে। উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ২২ জুন শুক্রবার এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই এলাকার সেমাই কারিগর সমিতির সাধারন সম্পাদক নুরুল আমিন একই এলাকার গোলাম রহমানের ছেলে রফিক মাতাব্বরের নিকট ৪৫ হাজার টাকা পাওনা রয়েছে। দীর্ঘ দিন যাবৎ টাকা দেইদিচ্ছি করে ঘুরাঘুরি করতে থাকে। বিভিন্নভাবে পাওনাদারকে হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে হয়রানি করতে থাকে। এক পর্যায়ে পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে রফিকের নেতৃত্বে নিরব, রাসেদ, রাব্বি, আলাউদ্দিনসহ বিএনপির একদল ক্যাডার বাহিনী নুরুল আমিনের বসত ঘরে হামলা ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও হতাশা বিরাজমান। ন্যায় বিচার দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবারসহ এলাকাবামি।