শনিবার, ২৩ জুন ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জমি বিরোধের ধরে জখম - ১।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে জমি বিরোধের ধরে জখম - ১।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন,লালমোহন : লালমোহনে জমি বিরোধের জের ধরে ওকজনকে পিটয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজারে ২১ জুন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, রায়চাঁদ ওলাকার সুমন ও আঃ রহিম গংদের মধ্যে দীর্ঘ দিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। প্রভাবশালী আঃ রহিম গংরা মোঃ সুমনদের জমি জোরপূর্বক দখলে নেওয়ার পায়তারা দিতে থাকে। বিভিন্নভাবে হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে হয়রানি করতে থাকে। এক পর্যায়ে বৃহস্পতিবার সুমনকে রায়চাঁদ বাজারে আঃ রহিম, মিজান, আবুল খায়ের, ইমন, রাকিব, মনির, আলম, ইব্রাহিমসহ একদল ক্যাডার বাহিনী এলোপাতারি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। স্থানীয় লোতজন সুমনকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করায়। আঃ রহিম গংরা এলাকায় প্রভাবশাী বিধায় তাদের জোর জুলুম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কেউ প্রদিবাদ করার সাহস পায়না। এদের জুলুমে অতিষ্ঠ এলাকাবাসি। নির্যাতিত সুমন ও তা পরিবারসহ এলাকাবাসি ন্যায় বিচার দাবি করেন।