বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে ঘাতক ট্রলি কেড়ে নিল ২ প্রাণ।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে ঘাতক ট্রলি কেড়ে নিল ২ প্রাণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন সড়কে হঠাৎ দানবের থাবায় প্রাণ হারালো শিশুসহ ২ জন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে আরো ৮ জন।বৃৃহষ্পতিবার(২১জুন) সকাল সাড়ে ৮টায় চরফ্যাশন পৌরসভার হেলিপ্যাড সংলগ্ন সড়কে ট্রলির চাপায় ব্যাটারি চালিত অটোবোরাকের ১০ যাত্রীর জীবনে এই বিপর্যয় ঘটে গেছে। গুরুতর আহত ৮ জনকে চরফ্যাশন থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শিশু সিয়াম (৯) এবং মুন্সুর আলী (৪৫)কে গতকাল বিকেলে নিজনিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
দূর্ঘটনা কবলিত অটো বোরাকের অক্ষত ২ যাত্রী শিপন (১৬) ও হামিম (৮) জানান, অটো বোরাকটি কর্তারহাট থেকে চরফ্যাশন সদরে আসছিল। হেলিপ্যাড মোড়ে অটো বোরাক ট্রলি পরস্পরকে অতিক্রম করার সময় ১২জন যাত্রীসহ বোরাকটি দ্রুতগতির ট্রলি পেছনের চাকার নিচে চলে যায়। ঘটনাস্থলেই অটোর ২ যাত্রী শিশু সিয়াম এবং মুন্সুর আলী মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের চরফ্যাশন হাসপাতাল আনার পর গুরুতর আহত সিয়ামের বাবা মাসুদ, মা সালমা, ইরানী, নুরহাজান, সারমিন, সেলিম, বায়জিদ এবং শাকিলকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চরফ্যাশন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. হিলারী ইয়াসমিন জানান, আহত ৮ জনের প্রত্যেকের অবস্থা গুরুতর।
নিহত সিয়ামের নিকটাত্মীয় শিপন জানায়, সিয়ামের মা সালমা বেগম অসুস্থ ছিলেন। তাকে চিকিৎসার জন্য চরফ্যাশন হাসপাতালে নেয়া হচ্ছিল। সাথে ছিলেন স্বামী মাসুদ ও ছেলে সিয়াম । পথিমধ্যে দূর্ঘটনায় সিয়াম মারা যায়। জীবন মৃত্যুর মাঝখানে বাবা মাসুদ আর মা সালমা বেগম। তাদের বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। দাফন করা হয়েছে সিয়ামকে। কিন্তু সিয়ামের মৃত্যু খবর তার বাবা-মাকে জানানো হয়নি। ছেলের মৃত্যু খবর শুনার মতো অবস্থাও তাদের নেই। তারা সজ্ঞাহীন। দূর্ঘটনার পরপর স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তার চরফ্যাশন হাসপাতালে ছুটে যান।