বুধবার, ২০ জুন ২০১৮
প্রথম পাতা » খেলা | তথ্যপ্রযুক্তি | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ব্রাজিল বাড়ি পরিদর্শনে ঢাকায় ব্রাজিলের তিন সাংবাদিক।। লালমোহন বিডিনিউজ
ব্রাজিল বাড়ি পরিদর্শনে ঢাকায় ব্রাজিলের তিন সাংবাদিক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বাংলাদেশে ব্রাজিল সমর্থকদের ফুটবল উন্মাদনা দেখতে ঢাকা এসেছেন দেশটির তিন সাংবাদিক। তারা গত ১৫ জুন ঢাকায় আসেন। আগামী ২৪শে জুন পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন। ব্রাজিলের গ্লোব টিভির এ তিন সাংবাদিক আজ বিকালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তাদের অভিজ্ঞতা বর্ণনা করবেন। ব্রাজিল দূতাবাস সূত্র জানিয়েছে, ২২শে জুন এ তিন সাংবাদিক নারায়ণগঞ্জের আলোচিত ব্রাজিল বাড়ি পরিদর্শনে যাবেন। সেখানেই তারা ব্রাজিল-কোস্টারিকার খেলা উপভোগ করবেন।
উল্লেখ্য, ফুটবল বিশ্বকাপকে ঘিরে বরাবরই বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা দেয়। ব্রাজিল দলের ভক্ত সমর্থকদের এ উম্মাদনা সরেজমিন দেখতেই ব্রাজিলিয়ান তিন সাংবাদিকের ঢাকা সফর।