মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » কক্সবাজারে রোহিঙ্গা নেতাকে গলা কেটে হত্যা।। লালমোহন বিডিনিউজ
কক্সবাজারে রোহিঙ্গা নেতাকে গলা কেটে হত্যা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পে রোহিঙ্গা নেতা আরিফ উল্লাহকে (৪৮) গলা কেটে হত্যা করেছে দুবৃত্তরা। গতকাল সোমবার রাত ৮টার দিকে বালুখালী ১১ নম্বর ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাই লাও মার্মা জানান, খবর পেয়ে ক্যাম্প থেকে রোহিঙ্গা নেতা আরিফ উল্লাহর লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের কারণ ও জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি। এদিকে এই হত্যাকান্ডকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে। সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।