
মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
প্রথম পাতা » রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি।। লালমোহন বিডিনিউজ
এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : এমপিওভুক্তির দাবিতে চলছে দ্বিতীয় দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি। আজ বৃষ্টি উপেক্ষা করেই জাতীয় প্রেসক্লাবের বিপরীত পাশে অবস্থান করছেন তারা। তাদের দাবি, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। এমপিও না নিয়ে তারা ঘরে ফিরে যাবেন না। আন্দোলনরত শিক্ষকদের উপর ১০ই জুন কর্মসূচি পালনকালে পুলিশ বাধা দেয়। সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদককে পুলিশ গ্রেপ্তার করে এবং তিন ঘণ্টা পর ছেড়ে দেয়।
নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার জানান, তারা আন্দোলনে সবসময়ই পুলিশের বাধার মুখে পড়ছেন।
ঈদের দিন সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঈদের নামাজ আদায় করে তারা মিছিল করেন। এখনও মন্ত্রণালয়ের কোন ব্যক্তির সাড়া পাননি।