মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে কুকুরের কামড়ে আহত-৪৩,আতঙ্কিত পৌরবাসী।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে কুকুরের কামড়ে আহত-৪৩,আতঙ্কিত পৌরবাসী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কামরুজ্জামান শাহীন,চরফ্যাশন : চরফ্যাসন উপজেলায় গত দুই দিনে পৌরশহরসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী, পুরুষ এবং শিশুসহ কমপক্ষে ৪৩ জন আহত হওয়ার খরব পাওয়া গেছে।
কুকুরের কামড়ে আহত হয়েছে শনিবার ১৭ জন এবং রবিবার ৯ জনসহ মোট ২৬ জন জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে চরফ্যাসন হাসপাতালের জরুরি বিভাগে সূত্রে নিশ্চিত করেছেন। বাকিরা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
গত দুই দিনে কুকুরের কামড়ে আহত হয়ে যারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তারা হলেন রমজান, হাছান, আহাদ, রাকিব, শাকিব, আছিয়া, হূদয়, বিবি আছিয়া, মোহিন, নিয়াজ, তানিশা, লাইজু, কামাল, রফিকুল ইসলাম, মোকছেদ ঢালী, আ. রহিম, নিয়াজ আল মাহমুদ, মাওলানা ফরিদ উদ্দিন, মো. হোসাইন, ইতু, কুলছুম, আদনান, ওবায়েদুর রহমান, সাথী, ইদ্রিস ও পারভেজ।
রোগীদের অভিযোগ, কুকুরের কামড়ে আহত রোগীরা হাসপাতালে এলেও মিলছে না ভ্যাকসিন। ফলে তারা বাজারের বিভিন্ন ফার্মেসি থেকে চড়া দামে ভ্যাকসিন কিনতে বাধ্য হচ্ছে। অনেক গরীব পরিবার টাকার অভাবে ভ্যাকসিন না দিয়েই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন বলে জানা গেছে।
চরফ্যাসন উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক জানান, জেলা সদর হাসপাতালে ভ্যাকসিন সরবরাহ আছে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ না থাকায় আমরা দিতে পারছি না। আমরা জেলা সদর হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নেওয়ার জন্য আহত রোগী এবং তাদের স্বজনদের পরামর্শ দিচ্ছি।
অন্যদিকে চরফ্যাসন পৌর শহরের পর্যটন কেন্দ্রগুলোতে রয়েছে পর্যটকদের উপছেপড়া ভিড়। কুকুর আতঙ্কের বিষয়টি পর্যটকদের মাঝে ছড়িয়ে পড়লে কিছুটা হতাশার দেখা মিলে তাদের মাঝে। অচিরেই এই বেওয়ারিশ কুকুরের নিধন না করলে পর্যটকসহ পৌরবাসীর জীবনযাত্রা ঝুঁকির মুখে থাকবে বলে জানিয়েছেন পৌরবাসী।