সোমবার, ১৮ জুন ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » আজ থেকে শুরু গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা।। লালমোহন বিডিনিউজ
আজ থেকে শুরু গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা শুরু হচ্ছে আজ থেকে। নির্বাচনে ভোটগ্রহণ হবে ২৬শে জুন। গত ১৫ই মে এই ভোটগ্রহণের কথা ছিল। হাইকোর্টের আদেশে প্রথমে ভোট আটকে যাওয়া এবং পরে আপিল বিভাগ সেটি প্রত্যাহার করে নেন। নতুন করে ২৬শে জুন এ ভোট হওয়ার দিন ধার্য করা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৭, সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ ও ৮৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রধান দুই মেয়র প্রার্থী বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার, আওয়ামী লীগদলীয় মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলমসহ অপর প্রার্থীরা জনসংযোগ শুরু করেছেন। মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন ইসলামী ঐক্য জোটের ফজলুর রহমান (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাতপাখা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন (মোমবাতি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন (কাস্তে) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি) প্রতীক।