সোমবার, ১১ জুন ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মহিলাদের মধ্যে CCRIP এর অর্থ বিতরণ করলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে মহিলাদের মধ্যে CCRIP এর অর্থ বিতরণ করলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,মিজানুর রহমান লিপু: লালমোহনে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের কোষ্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাষ্টাকচার (CCRIP) প্রজেক্ট আওতায় ইফাদ সাহায্যপুষ্ট সহায়তা জনতা বাজার উন্নয়ন কাজের মহিলাদের মাঝে লভ্যাংশের নগত অর্থ বিতরণ করা হয়েছে।
১১ জুন সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কেন্দ্রে ইঞ্জিনিয়ার ফোরকান সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মহিলাদের মধ্যে নগত অর্থ বিতরণ করেন ভোলা ৩ লালমোহন ও তজুমুদ্দিনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
তিনি এ প্রকল্পের আওতায় ২৮ জন মহিলার মধ্যে প্রায় পৌনে চার লক্ষ টাকা প্রদান করেন। এতে একজন মহিলা তার কাজে অংশগ্রহনের হার অনুযায়ী প্রত্যেকে ৭ থেকে ৩৭ হাজার টাকা করে লভ্যাংশ পেয়েছেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইচ চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক দিদারুল ইসলাম অরুন , সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন ও মোসারফ হোসেন সোহেলসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।
এর পূর্বে এমপি শাওন উপজেলা দপ্তরে পৌছলে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইচ চেয়ারম্যান ও সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার তাকে ফুলের শুভেচ্ছা জানান।
উল্লেখ্য যে এমপি শাওন প্রতিবছরের ন্যায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৮ দিনের সফরে আজ তার নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমুদ্দিনে এসেছেন। এমপির আগমনে কাকডাকা ভোরে হাজার হাজার নেতাকর্মী তাকে মঙ্গল সিকদার লঞ্চঘাটে স্বাগত জানায়।