সোমবার, ১১ জুন ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মেম্বারের ছেলে ৮ম শ্রেনী পড়ুয়া স্কুল ছাত্রীকে নিয়ে উধাও।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে মেম্বারের ছেলে ৮ম শ্রেনী পড়ুয়া স্কুল ছাত্রীকে নিয়ে উধাও।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, স্টাফ রিপোটার্স : লালমোহনে মেম্বারের ছেলে ৮ম শ্রেনী পড়ুয়া স্কুল ছাত্রীকে নিয়ে উধাও । গত বৃহস্পতিবার পূর্বচরউমেদ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনী পড়ুয়া ছাত্রী (১৩)কে রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনী পড়ুয়া ছাত্র, রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাহাবুদ্দিন মেম্বারের ছেলে (বায়জিদ) প্রেমের সম্পর্কের জের ধরে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, উপজেলার রমাগঞ্জ ইউনিয়ানের ৮ নং ওয়ার্ড মেম্বার শাহাবুদ্দীন সর্দারের ৯ম শ্রেনী পড়ুয়া স্কুল ছাত্রের সাথে পার্শবর্তী মজিদ দালাল বাড়ীর জনৈকের মেয়ে ৮ম শ্রেনী পড়ুয়া ছাত্রীর(১৩) সাথে প্রেমের সক্ষতার জের ধরে গত বৃহস্পতিবার বিকালে উধাও হয়ে যায় প্রেমিক যুগল।
এঘটনায় এলাকার সর্ব মহলে তোলপার সৃষ্টি হয়েছে। প্রেমিক প্রেমিকা দু জনই শিশু। নাম প্রকাশে অনিচ্ছা শর্তে কয়েক জন এলাকাবাশী জানান, (ছেলের বাবা) শাহাবুদ্দীন মেম্বার তার ছেলেকে( উস্কানী) প্রস্রয় দেওয়ায় এ ঘটনা ঘটেছে ।
তবে অন্য একটি সূত্রে জানাযায়, ছেলের বাবা ক্ষমতাবান হওয়ায় মেয়ে পক্ষকে চুপ থাকার জন্য বলেন।
এ ব্যাপারে ছেলের বাবা শাহাবুদ্দীন মেম্বারের কাছে জানতে চাইলে তিনি অভিযোগটি এরিয়ে যান। তবে সচেতন মহলের দাবী এধরনের ঘটনা যেন এলাকায় আর না হয়, তাই প্রশাসন যেন এ অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যাবস্থা করেন।