শনিবার, ৯ জুন ২০১৮
প্রথম পাতা » বিবিধ » সড়ক নয় যেন মৃত্যুফাঁদ, লালমোহন-ডাওরী আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা।লালমোহন বিডিনিউজ
সড়ক নয় যেন মৃত্যুফাঁদ, লালমোহন-ডাওরী আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন থেকে ডাওরীর হাট পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক এখন যাত্রীদের মরণ ফাঁদে পরিণত হয়েছে।
প্রতিনিয়ত যাত্রীরা বাসে চরফ্যাসন-ভোলা যাতায়াতকালে ঝাকুনি আর খানাখন্দে পড়ে যান কাত হয়ে যাওয়া যেন মরণরকে স্মরণ করিয়ে দেয়। সড়কের এমন করুণ দশা যে, সাধারণ মানুষ স্বাভাবিকভাবে হেটেও মানুষ চলাচল করতে পারছে না।
ভোলা জেলা সদর থেকে চরফ্যাশন যাতায়াতে লালমোহন ডাওরীর হাট বাজার থেকে লালমোহন থানার মোড় পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক পুরোটাই দুর্দশাগ্রস্থ বেহাল অবস্থায় পড়ে আছে। পুরো রাস্তা জুড়ে খানা খন্দকে পূর্ণ। এই সড়ক দিয়ে ভোলা-চরফ্যাশন রুটসহ বরিশাল, ঢাকা, খুলনা, যশোর ও চট্টগ্রামের যাত্রীবাসসহ বিভিন্ন মালবাহী যান চলাচল করে। সড়কের বেহাল দশার কারণে প্রতিনিয়ত দু’চারটি যানবাহন সড়কে আটকে ও উল্টে পড়ছে।
দীর্ঘদিনের অবহেলিত সড়কটি মেরামতের উদ্যোগ নিলেও বর্ষা মৌসুমে কাজ শেষ হওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।
অপরদিকে ঢাকা-লালমোহন রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঈদে ঘরমুখো মানুষের সড়ক পথে যাতায়াতের একমাত্র মাধ্যম এ রুট। ফলে ঈদে ঘরমুখো যাত্রীদের পোহাতে হবে অসহনীয় ভোগান্তি। ভোগান্তি পোহাতে হবে ঈদ শেষে কর্মস্থলে ফেরার সময়ও।
জানা গেছে, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দুরত্ব ১১০ কিলোমিটার। এরমধ্যে ভোলা থেকে চরফ্যাশনের দুরত্ব ৮০ কিলোমিটার। এ সড়কটিই জেলা সদরের সাথে জেলার ৫টি উপজেলাসহ নব ৩টি থানা দক্ষিণ আইচা, শশীভূষণ ও দুলারহাট এলাকার জনসাধারণের যোগাযোগের একমাত্র ভরসা বাস। সড়কের ডাওরী থেকে লালমোহন উপজেলা পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক দীর্ঘ দেড় বছর ধরে বেহাল দশায় পরে রয়েছে।
সড়কের কোথাও উঁচু-নিচু, কোথাও চারপাশের ইট, বালু ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতায় ডুবে যায় সড়কের অধিকাংশ এলাকা। তখন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয় পরিবহনগুলোর। অন্যদিকে ভোগান্তি পোহাতে হয় জেলার ১৮ লক্ষ যাত্রীদের।
ভুক্তভোগী যাত্রীরা জানিয়েছেন, ভোলা-চরফ্যাশন সড়কের ডাওরী থেকে ভোগান্তি শুরু এবং লালমোহনে গিয়ে শেষ। পুরো ৮০ কিলোমিটার যাত্রা পথ সহজ হলেও এই ৬ কিলোমিটার পথ যাত্রীদের চরম বিড়ম্বনায় পরতে হয়। যাত্রাপথে বাসের ঝাকুনিতে প্রতিনিয়ত মরণকে স্মরণ করছে তারা। সাধারণ মানুষের যেন দুর্ভোগের শেষ নেই।।
সড়ক ও জনপথ ভোলা বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশরী নাজমুল ইসলাম বলেন, ভোলা-চরফ্যাশনের আঞ্চলে মহাসড়কের ক্ষতিগ্রস্থ ৬ কিলোমিটার সড়ক মেরাতমের জন্য ৩৩ কোটি টাকার বরাদ্দ হয়েছে। টেন্ডার প্রক্রিয়াও শেষ, ইতোমধ্যে কাজও শুরু হয়ে গেছে, ঈদে যাত্রীদের ভোগান্তি পোহাতে না হয় সে জন্য ক্ষতিগ্রস্থ রাস্তা জনসাধারণের চলাচলের উপযোগী করা হবে।