শুক্রবার, ৮ জুন ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » “শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন”-ভোলায় তোফায়েল আহমেদ।। লালমোহন বিডিনিউজ
“শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন”-ভোলায় তোফায়েল আহমেদ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শুক্রবার দুপুরে ভোলায় একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন এবং ভোলাকে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলায় রূপান্তরিত করবেন।’
আগামী জাতীয় নির্বাচনে বিএনপি’র অংশগ্রহণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলে বিএনপি অস্তিত্বহীন হয়ে যাবে।
এসময় বিএনপি’র শাসনামলে জনগণের উন্নয়ন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করবে কারণ তারা জানে নির্বাচনে অংশ না নিলে তাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে।
এসময় তিনি বলেন, ভোলার মানুষদের প্রস্তুত থাকতে হবে। আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এলে অতীতের ন্যায় ভোলায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।