বুধবার, ৬ জুন ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘আমি এটুকু বলব, না বলা কথাটি, রবে না গোপনে- সংসদে প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
‘আমি এটুকু বলব, না বলা কথাটি, রবে না গোপনে- সংসদে প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : পশ্চিমবঙ্গ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের বিষয়ে বিস্তারিত প্রকাশ পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এটি গোপন থাকবে না।
আজ বুধবার সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নে শেখ হাসিনা সংক্ষেপে এই জবাব দেন।
শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবন উদ্বোধন এবং চুরুলিয়ায় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়ে সম্মানসূচক ডি লিট ডিগ্রি নিতে গত ২৫ ও ২৬ মে পশ্চিমবঙ্গ সফর করেন প্রধানমন্ত্রী।
সফরের প্রথম দিনের আনুষ্ঠানিকতায় ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। আর বাংলাদেশ ভবন উদ্বোধনের পর দুই প্রধানমন্ত্রী এক ঘণ্টা একান্ত বৈঠক করেন।
এই বৈঠকের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে যেমন কোনো বিবৃতি আসেনি, তেমনি বাংলাদেশও কিছু জানায়নি।
দেশে ফেরার চারদিন পর এই সফর নিয়ে সংবাদ সম্মেলনেও ওই বৈঠক নিয়ে বিস্তারিত বলেননি প্রধানমন্ত্রী। কেবল জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে।
এই সফরে বাংলাদেশের দৃষ্টি ছিল তিস্তা চুক্তির বিষয়ে কোনো অগ্রগতি হয় কি না। তবে দুই সরকার এ বিষয়ে কিছুই বলছে না।
বাংলাদেশ ভবন উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে অনেক সমস্যার সমাধান হয়েছে। কিছু সমস্যা এখনও অমীমাংসিত রয়ে গেছে। তবে সেসব বিষয় তুলে সেই সুন্দর অনুষ্ঠানকে ম্লান করতে চাই না।’
ফখরুল ইমাম মনে করছেন, কোনো শব্দ উচ্চারণ না করে দাবি জানানোর দারুণ উদাহরণ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী। বলেন, ‘কিছু না বলেই তিনি অনেক কিছু বলে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সেই না বলা কথাটা কী আমরা শুনতে পারি? যদি সেটা গোপন না হয়।’
প্রধানমন্ত্রী এ বিষয়ে জবাব দেন খুবই সংক্ষেপে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের কলির সঙ্গে মিলিয়ে বার্তা দেন তিনি। বলেন, ‘আমি এটুকু বলব, না বলা কথাটি, রবে না গোপনে।’