বুধবার, ৬ জুন ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বিনোদন | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে পালিত হল “যায়যায়দিন পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী” ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে পালিত হল “যায়যায়দিন পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী” ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় লালমোহন প্রেসক্লাবের সামনে থেকে আনন্দ র্যালী বের হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
র্যালী পরবর্তী লালমোহন প্রেসক্লাবে পত্রিকার ভোলা (লালমোহন) প্রতিনিধি মোঃ মিজানুর রহমান মিজান’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ”লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানা অফিসার ইনচার্জ খায়রুল কবির।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন প্রেসক্লাব সভাপতি আ:সাত্তার, সম্পাদক মো: জসিম জনি, রিপোটার্স ইউনিটি সভাপতি আমজাদ খাঁন, সম্পাদক শাহীন আলম মাকছুদ, প্রভাষক ও সাংবাদিক মিজানুর রহমান লিপু, মাকসুদ উল্যাহ, ফয়েজ উল্যাহ ফ্যাশন, শাহীন কুতুব, মাই টিভি ভোলা প্রতিনিধি সিরাজ মাসুদ, ফরিদ উদ্দিন, মো. ইউসুফ আহমদ, আ: হান্নানসহ বিভিন্ন টেলিভিশন, পত্রিকা, অনলাইন সংবাদকর্মীগণ।