সোমবার, ৪ জুন ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | শিরোনাম | সর্বশেষ » বরিশালের মাদক কারবারিদের সম্পদের খোঁজে দুদক।। লালমোহন বিডিনিউজ
বরিশালের মাদক কারবারিদের সম্পদের খোঁজে দুদক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বরিশাল প্রতিনিধি: বরিশাল বিভাগের ৬ জেলার মাদক কারবারি করে কোটিপতি বনে যাওয়া মাদক ব্যবসায়ীদের সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের বরিশাল বিভাগীয় পরিচালকের তত্ত্বাবধানে এ অভিযান শুরু হয়েছে বলে সংস্থাটির সূত্রে জানা গেছে।
দুদক সূত্রে জানা গেছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা তথ্য এবং তাঁদের কাছে আসা অভিযোগ যাচাই বাছাই করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।
এতে যাদের নাম রয়েছে তারা দেশের শীর্ষ মাদক ব্যবসায়ী। তাদের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করতে শিগ্রই ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হবে।
সংস্থাটির এক কর্মকর্তা জানান, তালিকায় মাদক কারবারিদের গডফাদার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মাদক ব্যবসায়ীরা রয়েছেন।