সোমবার, ৪ জুন ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » আমার চাইতে বড় গুন্ডা কিন্তু আপনারা নন-ওমর ফারুক চৌধুরী।। লালমোহন বিডিনিউজ
আমার চাইতে বড় গুন্ডা কিন্তু আপনারা নন-ওমর ফারুক চৌধুরী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত ইফতার মাহফিলে ইফতার লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। ইফতার লুটকারীদের ঘর থেকে তুলে আনারও ঘোষণা দিয়েছেন তিনি। আজ রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত ইফতার মাহফিলের শুরুতেই বিশৃঙ্খলা ও ইফতার লুটপাটের এই ঘটনা ঘটে।
এসময় ক্ষুব্ধ হয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘এটা কি মগের মুল্লুক? নিজেদের গুন্ডা মনে করেন? আমার চাইতে বড় গুন্ডা কিন্তু আপনারা নন।’ সবাইকে সুশৃঙ্খল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবাই ইফতার পাবেন। খাবলা-খাবলি করলে পরে ঘর থেকে উঠায়ে আনবো, ইফতার লুট কইরো না। সিসিটিভিতে ধরা খাইলে অবস্থা খারাপ হবে।’
এসময় ওমর ফারুক চৌধুরী বলেন, ‘খালি যুবলীগের বদনাম। আওয়ামী লীগের ইফতারের কোনো খবর নাই। অথচ যুবলীগের ইফতারের যে প্যান্ডেল হয়েছে এমন আর কেউ করতে পারে নাই।’ এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ।