রবিবার, ৩ জুন ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » কুড়িগ্রামবাসীকে সেতু উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।। লালমোহন বিডিনিউজ
কুড়িগ্রামবাসীকে সেতু উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নবনির্মিত শেখ হাসিনা ধরলা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেছেন, সরকারের ধারাবাহিকতা থাকলে এবং আন্তরিকতা থাকলে দেশের উন্নয়ন করা যায় তা আমরা প্রমাণ করেছি। কুড়িগ্রামবাসীকে ঈদের উপহার দিলাম ধরলা সেতু।
রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০৭ কোটি টাকা ব্যয়ে ৯৫০ মিটার দৈর্ঘ্যরে এ সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান।