রবিবার, ৩ জুন ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » কিশোরগঞ্জে দুই স্কুল ছাত্রী গণধর্ষণ, গ্রেফতার-১।। লালমোহন বিডিনিউজ
কিশোরগঞ্জে দুই স্কুল ছাত্রী গণধর্ষণ, গ্রেফতার-১।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। গত বৃহ¯পতিবার রাতে কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর কলাতলী পাড়ায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। পরবর্তীতে গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে এক ধর্ষককে আটক করেছে পুলিশ।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে দুই স্কুল ছাত্রী তাদের বন্ধু মিজানকে নিয়ে পার্শ্ববর্তী এক বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে কাজীরচর গ্রামের কলাতলী পাড়া পৌছলে দুইটি মোটরসাইকেল যোগে জীবন, ইব্রাহিম, মনির ও মস্তোফা নামের চার যুবক তাদের পথরোধ করে। পরে তাদের পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদীর পাড়ে লেবু বাগানে নিয়ে মিজানকে বেঁধে রেখে দুই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে এবং মিজানের মোবাইল ফোনটি নিয়ে যায়। মামলা করলে তাদের মেরে ফেলার ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষকরা।
তাদের ভয়ে বিষয়টি ছাত্রীর অভিভাবকরা বিষয়টি গোপন রাখেন। কিন্তু মিজানের মোবাইল ফোনটি ধর্ষকরা ফেরত না দেয়ায় বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এলাকার প্রভাবশালী মহল বিষয়টি আপোষ মীমাংসার জন্য ছাত্রীদের পরিবারকে চাপ দেয়। আপোষ মীমাংসার ঘটনায় বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পরে গতকাল শনিবার বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হলে অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামের নির্দেশে কটিয়াদী থানার ওসি জাকির রব্বানী সঙ্গীয় ফোর্সসহ গভীর রাতে মসূয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ধর্ষক মস্তোফাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে তার সঙ্গীদের নিয়ে গণধর্ষণের বিষয়টি স্বীকার করে।
কটিয়াদী থানার ওসি জাকির রব্বানী বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে অভিযানে চালিয়ে ধর্ষক মস্তোফাকে আটক করা হয়। এ ব্যাপারে কটিয়াদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে।