রবিবার, ৩ জুন ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | ভোলা | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » ভোলায় নারী পুলিশ কল্যাণ সমিতি ”পুনাক’র” ঈদ বস্ত্র বিতরণ।। লালমোহন বিডিনিউজ
ভোলায় নারী পুলিশ কল্যাণ সমিতি ”পুনাক’র” ঈদ বস্ত্র বিতরণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলায় নারী পুলিশ কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে প্রায় ৩ শতাধিক অসহায় ও হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়।
ভোলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মীনী ফারহানা তানজীম।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, দৈনিক বাংলার কণ্ঠ সম্পাদক, বাংলাদেশ বেতার ও ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হাবিবুর রহমান, ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক এমএ তাহের প্রমূখ।
প্রধান অতিথি’র বক্তব্যে ফারহানা তানজীম বলেন, আসন্ন ঈদ-উল ফিতরে ভোলার অসহায় ও দরিদ্র নারী ও পুরুষরা ঈদ বস্ত্র কিনতে পারেনা। ঈদে নতুন বস্ত্র ছাড়া নামাজ পড়তে হয়। তাই তাদের কথা চিন্তা করে নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সামর্থ অনুযায়ী তাদের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হচ্ছে। এছাড়া ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।