শুক্রবার, ১ জুন ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় সাড়ে ৪ কোটি টাকার কারেন্ট জাল জব্দ, গোডাউনের সিলগালা।।লালমোহন বিডিনিউজ
ভোলায় সাড়ে ৪ কোটি টাকার কারেন্ট জাল জব্দ, গোডাউনের সিলগালা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,জুয়েল সাহা ভোলা : ভোলায় কোস্টগার্ড অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ১৩ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে। জব্দকৃত কারেন্ট জালে আনুমানিক মূল্য ৪ কোটি ৫৫ লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড। এছাড়াও ওই গোডাউনের সিলগালা করেন ভোলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল আল-মামুন। শুক্রবার বিকেলে ভোলার শহরের খাল পাড় এলাকার থেকে ওই কারেন্ট জাল জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জরিতরা পালিয়ে যাওয়া এর সঙ্গে জরিতদের আটক করা যায়নি। কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার হামিদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে এ বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করি। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। তিনি আরো জানান, আমাদের অভিযান অব্যহত রয়েছে।