রবিবার, ২৭ মে ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » সারাদেশে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬০০।। লালমোহন বিডিনিউজ
সারাদেশে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬০০।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে ২০০ মাদক ব্যবসায়ীসহ প্রায় ৬০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীদের ধরতে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত নওগাঁর ১১টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তালিকাভুক্ত ৯ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় ৫৫ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়া, বিশেষ অভিযানে জামালপুরে মাদক ব্যবসায়ীধসহ ৫৫ জন এবং ময়মনসিংহ, যশোর, সাতক্ষীরা, রংপুর, গাজীপুর, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, পঞ্চগড়, লালমনিরহাট, কিশোরগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে সাড়ে চার শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়।